Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ নভেম্বর ২০২৪

রূপকল্প, অভিলক্ষ্য ও উদ্দেশ্যসমূহ

রূপকল্প (Vision) :  নগরবাসীর ক্রয়সীমার মধ্যে নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা ও পয়:নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা ।

 

অভিলক্ষ্য (Mission):  বিশ্বস্ততার সাথে পরিবেশবান্ধব উপর্যুক্ত প্রযুক্তি ও দক্ষ জনশক্তি ব্যবহার করে গুণগতমান সম্পন্ন  পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন  সেবা  প্রদান ।

 

উদ্দেশ্যসমূহ (Objectives): 1963 সালে ইপি অধ্যাদেশ নম্বর  XIX অধীনে, চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়: নিষ্কাশন কর্তৃপক্ষ (চট্টগ্রাম ওয়াসা) নিম্নলিখিত নির্দিষ্ট উদ্দেশ্যসমূহ নিয়ে প্রতিষ্ঠিত হয়:

 

  • গৃহ, শিল্প ও বাণিজ্যিক উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর নির্মাণ, উন্নতি, সম্প্রসারণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ।
  • চট্টগ্রাম মহানগর এলাকায় স্যুয়ারেজ সিস্টেম নির্মাণ, অপারেশন ও রক্ষণাবেক্ষণ।
  • বৃষ্টি, বন্যা এবং ভূ-পৃষ্ঠের পানি নিষ্কাশন ব্যবস্থার নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ।
  • কঠিন বর্জ্য ব্যবস্থাপনা।