কর্ণফুলী নদীর তীরে ৪৫ এমএলডি জল পরিশোধন প্রকল্প প্রয়োজনীয় সংক্রমণ এবং বিতরণ পাইপলাইন।
২
চট্টগ্রাম ওয়াসা প্রধান কার্যালয়ে ২০ তলা বহুতল ভবন নির্মাণ প্রকল্প
নিরাপদ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের উন্নয়ন করে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এবং নগরবাসীর আকাঙ্খা অনুযায়ী সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের কাজের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করা।
প্রকল্পের ব্যয়: ৩০৬.৭০৪৬ কোটি টাকা;২০২৫ সালের জুন নাগাদ শেষ হবে।
৩
চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন স্থাপন প্রকল্প (১ম পর্যায়)
- স্যানিটেশন ফ্যাসিলিটিজ নির্মাণ করার মাধ্যমে মহানগরীর জন্য পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সূচনা করা;
- দৈনিক ১০ কোটি লিটার ক্ষমতার পয়ঃশোধনাগার নির্মাণ -১ টি।
- দৈনিক ৩০০ ঘনমিটার ক্ষমতার ফিকেল স্ল্যাজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ -১ টি।
- বিভিন্ন ব্যাসের (২১০০ মিঃ মিঃ হতে ১১৫ মিঃমিঃ) ট্রাঙ্ক মেইন ও কালেকশন পয়ঃ পাইপলাইন স্থাপন ২০০ কিলোমিটার।